টাঙ্গাইলে রথযাত্রা উৎসব
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১৯:৫৪ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে।
মঙ্গলবার(২০ জুন) সকালে শহরের বড় কালীবাড়ী থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অন্যদের মধ্যে শ্রী শ্রী বড় কালীবাড়ীর সভাপতি সুভাস চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু সহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী নানা বয়সী নারী-পুরুষ অংশ নেয়।
শোভাযাত্রা শেষে শ্রী শ্রী বড় কালীবাড়ী প্রাঙ্গণে পূজার্চ্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ জুন) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে নয়দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের এ আচারানুষ্ঠান শেষ হবে।