শেরপুরের নকলা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত সম্ভাব্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার মিলনায়তনে পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্ভাব্য বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব মনিরুল হাসান আজাদ।
পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন নকলা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বৎসরের জন্য মোট ৬৪ কোটি ৩৯ লক্ষ ৮৫ হাজার ৮৬৫ টাকা সম্ভাব্য আয় ও ৬২ কোটি ৯৯ লক্ষ ৫০ হাজার টাকা সম্ভাব্য ব্যয় ধরে প্রস্তাবিত খসড়া বাজেট পেশ করেন। সম্ভাব্য এ বাজেটে ১ কোটি ৪০ লক্ষ ৩৫ হাজার ৮৬৫ টাকা উদ্বৃত্ত (মূলধন) রাখা হয়েছে।
এ বাজেটে রাজস্ব খাতে ১২ কোটি ১৪ লক্ষ ২ হাজার ৪৩০ টাকা সম্বলিত সম্ভাব্য আয় ও ১১ কোটি ৩৯ লক্ষ ৫০ হাজার টাকা সম্বলিত ব্যয় ধরা হয়েছে। তাছাড়া উন্নয়ন খাতে সম্ভাব্য আয়ের আশা করা হয়েছে ৫২ কোটি ২৫ লক্ষ ৮৩ হাজার ৪৩৫ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৬০ লক্ষ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন, পৌর পরিষদের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরগন, পৌরসভার হিসাব রক্ষক ফেরদৌসুর রহমান ও সহকারী কর আদায় কারী মোশাররফ হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ইমাম-মোয়াজ্জেমসহ স্থানীয় সুধিজন ও বিভিন্ন পেশাশ্রেণীর জনগণ উপস্থিত ছিলেন।