ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিএসআরআইয়ের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরআইয়ের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে ২০২২-২০২৩ চতুর্থ কোয়াটারে অংশিজনের অংশগ্রহণে বিএসআরআইয়ের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার শীষক কমশালা অনুষ্টিত হয়।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে এএসএম কামাল উদ্দিন মেমোরিয়াল হল রুমে বিএসআরআইয়ের পরিচালক (টিওটি) মোছাঃ ইসমাৎ আরার সভাপতিত্বে অনুষ্ঠিত কমশালায় প্রধান অতিথি ছিলেন বিএসআরআইয়ের মহাপরিচালক ড. মো: ওমর আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নথ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্হাপক ( অথ) হিরন্ময় বিশ্বাস ও নথ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্হাপক ( কৃষি) আহসাব উদ্দিন।

কমশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিএসআরআইয়ের পরিচালক ( টিওটি) মো: ইসমৎ আরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা কৃষক লীগের সভাপতি ফজলুর রহমান মালিথা, কৃষক নেতা মুরাদ আলী মালিথা, এআইপি পদকপ্রাপ্ত কৃষক শাজাহান আলী বাদশা, কৃষক নেতা আলহাজ আনছার আলী ডিলু, কবির মালিথা প্রমুখ।

ঈশ্বরদী,গবেষণা,কেন্দ্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত