ফেনীতে বাংলাটিভির প্রতিনিধি সাংবাদিক জাকের হায়দার সুমন জেল হাজতে
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১৭:৩৫ | অনলাইন সংস্করণ
ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় অতিরিক্ত ভাড়া দাবির জেরে এক সিএনজি চালকের সাথে সাংবাদিক জাকের হায়দার সুমন’র বাকবিতন্ডা হয়। এ তুচ্ছ ঘটনায় রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ইন্ধনে সুমন হায়দারের বিরুদ্ধে থানায় মামলা হয় ।
বুধবার সকালে ফেনী সদর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক আশিকুর রহমান জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।
সুমন হায়দার ফেনী সাংবাদিক ইউনিয়ন- এফইউজের সদস্য , বাংলাটিভির জেলা প্রতিনিধি ও সমকালের প্রতিনিধি।
সাংবাদিক সুমন হায়দারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং উক্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন ও কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমদ।
আসামী পক্ষের আইনজীবি আহসান কবীর বেঙ্গল বলেন, বুধবার সকালে উক্ত মামলায় ফেনী আদালতে আত্মসমর্পণ করেন সাংবাদিক সুমন হায়দার।দীর্ঘ শুনানি শেষে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত ।