ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোণায় বিনামূল্যে বীজ ও সার পেল ৮৫০ কৃষক

নেত্রকোণায় বিনামূল্যে বীজ ও সার পেল ৮৫০ কৃষক

নেত্রকোণার বারহাট্টায় বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় চত্বরে বুধবার (২১ জুন) দুপুরের দিকে ৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল হক কাসেম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাকিবুল হাসান বলেন, উচ্চফলনশীল (উফশী) জাতের আমন আবাদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহ দিতে সরকার প্রণোদনা কর্মসূচী গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজ বুধবার ৮৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।

নেত্রকোণা,বিনামুল্যে,বীজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত