সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া গ্রামে মোবাইল ফোনে লুডুু খেলাকে কেন্দ্র করে এক সংঘর্ষে বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রামানিক (৬৯) নিহত হয়েছে। তিনি ওই গ্রামের মৃত বয়েজ প্রামানিকের ছেলে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই গ্রামের বুদ্দু মিয়ার বসতবাড়ির আঙ্গিনায় মোবাইল ফোনে লুডুু খেলছিল নিহত কুদ্দুসের নাতি সাদ্দাম ও তার বন্ধুরা। এ খেলায় বিজয়ী দল আনন্দ-উলাস শুরু করলে প্রতিবেশীরা খেলোয়াড়দের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় সাদ্দাম ও তার বন্ধুরা প্রতিবাদ করলে মোতালেব ও তার মামাতো ভাই আব্দুলাহ তাদেরকে বেদম মারপিট করে।
এক পর্যায়ে তাদের চিৎকারে সাদ্দামের দাদা কুদ্দুস প্রামাণিক ঘটনাস্থলে গেলে তাকেও লাঠি দিয়ে বেদম মারপিট করা হয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং ওই ২ জনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।