কাউখালীতে পুত্রের হামলায় পিতা হাসপাতালে

প্রকাশ : ২১ জুন ২০২৩, ১৯:৪৩ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে গভীর রাতে পুত্রের হামলায় পিতা গুরুত্বর আহত হয়। পিতা কাউখালী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বদরপুর গ্রামে মো: জব্বার হাওলাদারের ছেলে সরোয়ার হোসেন হাওলাদার (৬০) এর পুত্র টিপু হাওলাদার পিতার কাছে পূর্বের গরু বিক্রির টাকা দাবি করেন। এ সময় পিতা ছেলেকে বলেন, আমি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার সময় এ টাকা ব্যয় করা হয়েছে।

এ কথা পুত্র মানতে নারাজ হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে  বাবাকে মারতে ওঠেন ছেলে টিপু। অবস্থা  বেগতীক দেখে পিতা পালানোর চেষ্টা করে। তখনই পুত্র বাবার উপর হামলা চালায়। কাঠের পিড়া দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় পরিবারের অন্য সদস্যেরাও খারাপ আচরণ করেন।

এ সময় সরোয়ার বাঁচাও বাঁচাও চিৎকার করলে বাড়ীর লোকজন উপস্থিত হইয়া স্থানীয় ইউপি সদস্য মো: মাছুদের কাছে পৌঁছে দেন।

মাছুদ জানান বিষয়টি পুলিশকে অবহিত করে আহত অবস্থায় রাতেই তাকে কাউখালী হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে সরোয়ার হোসেন বাদী হয়ে পুত্র ও পুত্র বধুর নামে থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানান অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।