সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে ক্রসবার-৩ এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কলেজ ছাত্র মাহবুবুর রহমানের (২২) মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার কল্যাণী মহল্লার আব্দুল আজিজের ছেলে এবং স্থানীয় ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওই কলেজ ছাত্র বন্ধুদের সাথে উল্লেখিত এলাকায় ফুটবল খেলছিল। এ সময় ভারী বৃষ্টি ও মেঘের তর্জন গর্জন শুরু হয় এবং বর্জ্রপাতে ওই কলেজ ছাত্রসহ ৪ জন আহত হয়। তাদেরকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং ৩ জনকে ভর্তি করা হয়। উল্লেখ্য, এক সপ্তাহ আগে তার মা মারা যান। এদিকে বর্জ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকার ব্যাপক শোকের ছায়া নেমেছে।