গোপালগঞ্জে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চাষাবাদ উপযোগী ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক বৈজ্ঞানিক সহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এম. এম কামরুজ্জামান।
উপ-প্রকল্প পরিচালক ড. মো. হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আ: কাদের সরদার, কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বসার, বৈজ্ঞানিক কর্মকর্তা আখতারুজ্জামান সোহেলসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস কথা।
এই প্রশিক্ষণে কৃষি গবেষণা ইনস্টিটিউটের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ৩০ জন বৈজ্ঞানিক সহকারী অংশ নেন।