ভাষা সৈনিক-মুক্তিযুদ্ধ সংগঠক মোহাম্মদ ওবাইদুল হকের একাদশ মৃত্যু বার্ষিকী আজ
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১৬:৫১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
ভাষা সৈনিক-মুক্তিযুদ্ধ সংগঠক স্বাধীনতা পূর্ব রামু থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যানের একাদশ মৃত্যু বার্ষিকী আজ। ৮১ বছর বয়সে ২০১২ সালের ২২ জুন তিনি মৃত্যুবরণ করেন।
স্বাধীন বাংলাদেশে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের নির্বাচিত প্রথম চেয়ারম্যান মোহাম্মদ ওবাইদুল হক দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ স্বাক্ষী। কিংবদন্তী নাট্যশিল্পী, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি ইতিহাস হয়ে আছেন। মোহাম্মদ ওবাইদুল হক ১৯৩২ সালের ১৪ জানুয়ারী রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর, সিকদার পাড়ার 'সিকদার বাড়ীতে' জন্ম গ্রহন করেন।
তৎকালীন রামুর শিক্ষা ও সামাজিক কর্মকান্ডের অন্যতম ব্যক্তিত্ব হাজ্বী এমদাদ আলী সিকদারের তৃতীয় ছেলে মোহাম্মদ ওবাইদুল হক। তাঁর বড় ভাই আলহাজ্ব ডাক্তার নুরুল হক ছিলেন, কক্সবাজার জেলার প্রথম এমবিবিএস ডিগ্রী অর্জনকারী চিকিৎসক। মোহাম্মদ ওবাইদুল হক কক্সবাজার জেলার প্রথম মুসলিম গ্র্যাজুয়েট ও কক্সবাজার মহকুমার প্রথম প্রশাসক উকিল মেহের আলী বিএল এর ভাইপো।
রামু উপজেলার রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক অঙ্গনের অভিভাবক মরহুম মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যান, কক্সবাজারের রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠী’র সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি।
তিনি ১৯৪৬ সালে সপ্তম শ্রেণীতে পড়ালেখার সময়ে অবিভক্ত ভারতবর্ষ রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। ওই সময়ে জাতীয় সাধারণ নির্বাচনে মুসলিমলীগ প্রার্থী পেকুয়ার কবির আহমদ চৌধুরী’র একজন ক্ষুদে কর্মী হিসেবে সক্রিয় রাজনীতিতে অংশ নেন।
১৯৪৯ সালে ম্যাট্রিক পরীক্ষার প্রাককালে মুসলিম ছাত্রলীগে যোগ দিয়ে মৌলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী ও শহীদ সোহরাওয়ার্দির গণতান্ত্রিক রাজনীতির সক্রীয় কর্মী হিসেবে ভূমিকা রাখেন।
নবম শ্রেণিতে অধ্যয়নকালে ১৯৪৮ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল ও সমাবেশে রামু খিজারী হাই স্কুলের ছাত্রনেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন।
ফুটবলে ক্রীড়ানৈপুণ্যে প্রশংসিত যুবক মোহাম্মদ ওবাইদুল হক ওই সময়ে, ফুটবল খেলার মাঠে দর্শকমাতানো খেলোয়াড় হিসেবে সুখ্যাতি অর্জন করেন। কক্সবাজার মহকুমা স্টেডিয়াম প্রতিষ্ঠায়, একজন ফুটবলার হিসেবে অনন্য ভূমিকা রাখেন তিনি। ওই সময়ে ফুটবল খেলার পাশাপাশি জড়িয়ে পড়েন, মঞ্চ নাটকে। নবাব সিরাজউদ্দোল্লাহ নাটকে ‘গোলাম হোসেন’ চরিত্রাভিনয়ের জন্য এখনও কক্সবাজার জেলায় কিংবদন্তী হয়ে আছেন।
রাজনীতি, ফুটবল ও অভিনয়ে জড়িয়ে পড়লেও তিনি গৌরবের সাথে ম্যাট্রিক পাশ করেন। ভর্তি হন সাতকানিয়া কলেজে। খেলা আর অভিনয়ে ওই সময় তৎকালীন রামুর পাশাপাশি সাতকানিয়ায় অধিক জনপ্রিয়তা লাভ করেন।
তিনি ১৯৫৭ থেকে ১৯৬১ সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের করাচী ডেপলাপমেন্ট অথরিটিতে কর্মরত ছিলেন। পরবর্তীতে নিজ জন্মস্থান রামুতে ফিরে এসে ব্যবসা-বানিজ্যের পাশাপাশি রাজনীতি, মঞ্চনাটক ও সামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন ।
স্বাধীনতা পূর্ব সময়ে বাংলাদেশ আওয়ামীলীগকে সু-সংগঠিত করতে তৎকালিক কক্সবাজার মহকুমা ও রামু থানায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে নিজ বসতবাড়ি ছেড়ে আত্মগোপন করে থাকেন। আত্মগোপনে থেকে তিনি মুক্তিযুদ্ধের সক্রিয় রাজনীতিকের ভূমিকা পালন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোহাম্মদ ওবাইদুল হক, স্বাধীনতা পূর্ব ও পরে রামু আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতির সক্রিয় গুরু-দায়িত্ব পালন করেন। এ সময় মোহাম্মদ ওবাইদুল হক রামু থানা এ্যাডমিনস্টেটিভ কাউন্সিলরের আহবায়ক মনোনীত হন।
মোহাম্মদ ওবাইদুল হক ১৯৭২ সালে রামু থানার ফতেখাঁরকুল ইউনিয়নের (সদর) পঞ্চায়েতের চেয়ারম্যান মনোনীত হন এবং ১৯৭৩ সালে জনগনের প্রত্যক্ষ ভোটে ফতেখাঁরকুল ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদের একজন সফল চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেন ১৯৭৭ সাল পর্যন্ত। তিনি এলাকার ন্যায় পরায়ন বিচারক হিসাবে সুখ্যাতি অর্জন করেন। তাঁর সুচারু অক্ষরলিপিতে নিজ হাতে লেখা বিচারিক রায়, আজও অনেকে সংরক্ষণে রেখেছেন।
তিনি ১৯৮১ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত রামু উপজেলা ক্রীড়া সংস্থা ও রামু পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। রামু উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ রামু সরকারি কলেজ প্রতিষ্ঠার অন্যতম সদস্য মোহাম্মদ ওবাইদুল হক, রামু উপজেলার শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ তাঁর পিতা মরহুম মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যানের আত্মার মাগফেরাতে আত্মীয়-পরিজন ও শুভার্থীসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।