সিরাজগঞ্জে বাস হেলপারকে পুলিশের মারধরের ঘটনায় মহাসড়কে যানজট

প্রকাশ : ২২ জুন ২০২৩, ১৭:১১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রয়হাটি জোড়া ব্রিজ এলাকায় বাস হেলপারকে পুলিশের মারধর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার দুপুরের দিকে  উল্লেখিত এলাকায় রংপুরগামী একটি  যাত্রীবাহী বাসের হেলপারকে মারধর করে পুলিশ। এতে ওই অজ্ঞাত বাস হেলপার গুরুতর আহত হয়। এ সময় বাসের যাত্রী ও স্থানীয়রা পুলিশ সদস্যকে ঘেরাও করে এবং এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর বলেন, সরকারি কাজে টাঙ্গাইল এলাকায় রয়েছি। এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টরের (টিআই) সঙ্গে যোগাযোগ করতে বলেন।

টিআই মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জেনেছি তুচ্ছ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। অভিযুক্ত ওই পুলিশ সদস্যের নাম এখন জানা নেই। এ ঘটনার কোন অভিযোগ এখনও পায়নি। তবে মহাসড়কে এখন ঈদ যাত্রীর চাপ থাকলেও যানজট নেই বলে তিনি উল্লেখ করেন।