প্রাকৃতিক দূর্যোগরোধে ফেনীতে নারিকেলের চারা বিতরণ 

প্রকাশ : ২২ জুন ২০২৩, ১৮:০৫ | অনলাইন সংস্করণ

  ফেনী প্রতিনিধি

প্রাকৃতিক দূর্যোগ ও বজ্রপাতরোধে ফেনীতে বৃহস্পতিবার  ৫ হাজার ৭'শ ৫০টি নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। 

উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  এ কে শহীদ উল্লাহ খোন্দকার। 
বক্তব্য রাখেন- মোটবী ইউপি চেয়ারম্যান হারুন-উর-রশিদ এলএলবি, স্থানীয় কৃষক মো. ইউসুফ, কৃষাণী শাহেনা আক্তার। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমা।

শেষে উপজেলার ১২ ইউনিয়নের ১১শ'৫০জনকে ৫টি করে কৃষক-কৃষাণীর হাতে ৫ হাজার ৭'শ ৫০টি নারিকেল গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।