ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এইচআইভি সচেতনতামূলক আলোচনা সভা

প্রকাশ : ২২ জুন ২০২৩, ১৮:১৫ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এইচআইভি সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।    

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে রংপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তর রংপুর কার্যালয়ের সভা কক্ষে ঢাকা আহ্ছানিয়ার আয়োজন করেন।

রংপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডা: শেখ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিভিল সার্জনের ডেপুটি ডা: রুহুল আমিন। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশন রংপুরের সাব ডিআইসি ইনচার্জ শাহবুল ইসলাম।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন গণেশপুর জামে মসজিদের পেশ ইমাম হোসাইন মোহাম্মদ ও গিতা পাঠ করেন কালীবাড়ী মন্দিরের চন্দন কুমার। বাংলাদেশে এইচআইভি নতুন সংক্রম, প্রকোপ ও এইচআইভিতে মৃত্যু কমানো এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্টীর জন্য এইচআইভি টার্গেটেড ইন্টারভেশনের আরও উন্নয়ন সাধন ও সম্প্রসারিত করার লক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডা: তাহেরা বেগম, ডা.তাহার ইসলাম, এ্যাডভোকেট ফরিদা আক্তার অনু, সিনিয়র সাংবাদিক সিদ্দিকুর রহমান, আব্দুর রহমান মিন্টুসহ রসিকের ৭নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলসহ অন্যান্য নেতৃবৃন্দরা।