ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এইচআইভি সচেতনতামূলক আলোচনা সভা

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এইচআইভি সচেতনতামূলক আলোচনা সভা

রংপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এইচআইভি সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে রংপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তর রংপুর কার্যালয়ের সভা কক্ষে ঢাকা আহ্ছানিয়ার আয়োজন করেন।

রংপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডা: শেখ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিভিল সার্জনের ডেপুটি ডা: রুহুল আমিন। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশন রংপুরের সাব ডিআইসি ইনচার্জ শাহবুল ইসলাম।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন গণেশপুর জামে মসজিদের পেশ ইমাম হোসাইন মোহাম্মদ ও গিতা পাঠ করেন কালীবাড়ী মন্দিরের চন্দন কুমার। বাংলাদেশে এইচআইভি নতুন সংক্রম, প্রকোপ ও এইচআইভিতে মৃত্যু কমানো এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্টীর জন্য এইচআইভি টার্গেটেড ইন্টারভেশনের আরও উন্নয়ন সাধন ও সম্প্রসারিত করার লক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডা: তাহেরা বেগম, ডা.তাহার ইসলাম, এ্যাডভোকেট ফরিদা আক্তার অনু, সিনিয়র সাংবাদিক সিদ্দিকুর রহমান, আব্দুর রহমান মিন্টুসহ রসিকের ৭নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

রংপুর,এইচআইভি,সচেতনতা,আহ্ছানিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত