ঠাকুরগাঁওয়ে হাজত খানায় আসামীদের জন্য চালু হলো পাঠাগার

প্রকাশ : ২২ জুন ২০২৩, ১৮:২৭ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে আদালতের হাজতখানায় বন্দীদের মানসিক বিকাশ ও তাদের জ্ঞানের পরিধি বিস্তারের  লক্ষ্যে  চালু হলো হাজতী নামে একটি পাঠাগার ।

বৃহস্পতিবার (২২ জুন)  এই পাঠাগারের উদ্বোধন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নিত্যানন্দ সরকার ।

এ সময় উপস্থিত ছিলেন  অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস রমেশ কুমার দাগা, ঠাকুরগাঁও জেল সুপারিনটেনডেন্ট আবু তালেব,  জেলা আইনজীবী  সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক জয়নাল  আবেদীনসহ বিচার বিভাগের বিচারক, আইনজীবী, পুলিশের পদস্থ কমকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যরা ।

চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট  এর উদ্যোগে ঠাকুরগাঁও পৌরসভা ও দানশীল ব্যাক্তিদের সহযোগিতায় প্রায় ৫০০ বই  নিয়ে পাঠাগারটির যাত্রা শুরু হয়েছে।

বাংলা সাহিত্যের জন প্রিয় সাহিত্যিকদের রচিত বই, বিখ্যাত মনীষিদের জীবন গল্প,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন আদর্শসহ  আইনবষিয়ক বই রাখা হয়েছে এই পাঠাগারে।