একের পর এক সাফল্য অর্জন করছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন 

সাইবার টিম কর্তৃক সফল অভিযানে ২৭ টি মোবাইল উদ্ধার 

প্রকাশ : ২২ জুন ২০২৩, ১৯:১০ | অনলাইন সংস্করণ

  বরিশাল ব্যুরো

দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নে হল রুমে প্রকৃত মালিকদের ডেকে এনে মোবাইলগুলো হস্তান্তর করা হয়। বেশ কয়েক বছর ধরে বরিশালে সন্ত্রাসী ও অপরাধী গ্রেফতারে,  মাদক ও চোরাই মোবাইল উদ্ধারে বিশেষ ভূমিকা রাখছে  ১০  আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এছাড়াও বিভিন্ন সাইবার অপরাধ, ইন্টারনেটে বিভিন্ন ভাবে ব্লাকমেইলের স্বীকার হওয়া ব্যাক্তিদের সহায়তা প্রদান করে এ সংস্থাটি।এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া  ২৭ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। 

উদ্ধারকৃত হারানো মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম সেবা, উপ- অধিনায়ক মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা, এএসপি মাহমুদুল হাসান চৌধুরী , এএসপি সাবিহা মেহবুবা,  পুলিশ পরিদর্শক (নিঃ) শাহ মোঃ ফয়সাল আহম্মেদ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মী।