ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পাঁচ উপজেলার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সাক্ষর নারায়ণগঞ্জ এলজিইডির

পাঁচ উপজেলার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সাক্ষর নারায়ণগঞ্জ এলজিইডির

আগামী অর্থবছরে নারায়ণগঞ্জ জেলায় ৫২ কিলো মিটার সড়ক, ৮৫ কিলো মিটার পাকা সড়ক রক্ষনাবেক্ষন, ব্রীজ ৭০০ মিটার, সেচ খাল ৮কিলো মিটার, বাঁধ ৫ কিলো মিটার,৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা হাতে নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।

বৃহস্পতিবার (২২ জুন) নারায়ণগঞ্জ এলজিইডির কার্যালয়ে সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলার এলজিইডির পাচটি উপজেলার উপজেলা প্রকৌশলীগণের সাথে নির্বাহী প্রকৌশলীর ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এলজিইডি নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো আব্দুল বাছেদ।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রেরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ নির্দেশিকা এবং ঢাকাস্থ এলজিইডির প্রধান প্রকৌশলী এর পত্র মূলে ২০২৩-২০২৪ এর আলোকে গত বুধবার এলজিইডির প্রধান প্রকোশলী শেখ মোহাম্মদ মহসিন এর সঙ্গে নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলীর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করা হয়।

এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার এলজিইডির পাচঁটি উপজেলার উপজেলা প্রকৌশলীগণের সাথে শেখ তাজুল ইসলাম তুহিন এর ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়।

শেখ তাজুল ইসলাম তুহিন জানান, ২০২৩-২৪ অর্থ বছরে বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী ৫২ কিলো মিটার সড়ক, পাকা সড়ক রক্ষনাবেক্ষন ৮৫ কিলো মিটার, ব্রীজ ৭০০ মিটার, হাটবাজার ৩টি, বৃক্ষ রোপন ১৫০০ টি, সেচ খাল ৮কিলো মিটার, বাঁধ ৫ কিলো মিটার, রেগুলেটর ৩টি এবং ৬০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের চুক্তি সম্পাদন করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, নারায়ণগঞ্জ অঞ্চল এবং ৫টি উপজেলার উপজেলা প্রকৌশলীগণসহ সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নারায়ণগঞ্জ,এলজিইডির,চুক্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত