নারায়ণগঞ্জে ওয়ার্কশপ শ্রমিক হত্যার দায় স্বীকার
প্রকাশ : ২২ জুন ২০২৩, ২০:৫৯ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে ওয়ার্কশপ শ্রমিক আবু বক্কর (২১) হত্যা মামলায় গ্রেফতারকৃত ৫ আসামীর মধ্যে নাদিম হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে। বৃহস্পতিবার (২২ জুন) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীটি রেকর্ড করা হয়। এর আগে ২০ জুন রাতে বন্দর থানার উত্তর কলাবাগ এলাকায় অভিযান চালিয়ে নাদিম ও সোহাগকে গ্রেফতার করে পুলিশ। গত ১৯ জুন বন্দর কলাবাগস্থ আব্দুল কাদির মিয়ার পুকুর থেকে আবু বক্করের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
১৭ জুন বিকেল ৫টায় বন্দর ঝাউতলা কলাবাগস্থ নিজ বাড়ি থেকে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়। এ ব্যাপারে ২০ জুন রাতে নিহতের পিতা হারুন অর রশীদ বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, বন্দরে শ্রমিক হত্যাকান্ডের মামলায় গ্রেফতারকৃত এক আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আবু বক্কর হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়।
আদালত গত বুধবার দুপুরে রিমান্ড মঞ্জুর করলে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আহাদুজ্জামান রিমান্ড প্রাপ্তদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে নাদিম হত্যাকান্ডের ঘটনা দায় স্বীকার করে বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। হত্যা মামলার রহস্য উদঘাটনসহ আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।