মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৬৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে এসেছে ‘এমভি নেভাস এম্বার’ নামে বিশাল একটি জাহাজ।
শুক্রবার (২৩ জুন) দুপুর ১২টায় জাহাজটি মাতারবাড়ি বন্দরের বহির্নোঙরে থেকে ব্রেক ওয়াটার দিয়ে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসেন বন্দরের পাইলট মো. মাসুদ হোসাইন। এ কাজে সহায়তা করে চট্টগ্রাম বন্দরের শক্তিশালী টাগ কান্ডারি ২ ও ৪ সহ চারটি টাগ।
বন্দর সংশ্লিষ্টরা জানান, ইন্দানেশিয়ার ‘তারাহান’ বন্দর থেকে কয়লা নিয়ে পানামার পতাকাবাহী সাড়ে ১২ মিটার ড্রাফটের জাহাজটি বাংলাদেশে এসেছে। এটি এ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা নিয়ে আসা পঞ্চম জাহাজ।
এর আগে আরো কয়েকটি কয়লাবাহী জাহাজ ভিড়েছে এই বন্দরে। ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ ৮০ হাজার মেট্রিক টন কয়লাবাহী একটি জাহাজও ভিড়েছিল।
পিডিবি সূত্র জানায়, কয়লাবাহী জাহাজ বিদেশী বন্দর থেকে বাংলাদেশের বন্দরমুখী রয়েছে আরো কয়েকটি। এসব জাহাজ সময়মত বন্দরে ভিড়লে এবং কয়লা খালাস শেষ হলে সঙ্কট থাকবেনা।