জামিনের আদেশ পৌঁছানোর আগেই হাজতির মৃত্যু

প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১৭:১৯ | অনলাইন সংস্করণ

  বরিশাল ব্যুরো

সাতদিন পূর্বে একটি প্রতারণা মামলায় গ্রেফতার  হয়েছিলেন মহিউদ্দিন পন্ডিত (৫৯)। আদালত থেকে বৃহস্পতিবার শেষকার্যদিবসে তার জামিনও হয়। কিন্তু জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন ওই হাজতি।

শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ায় পটুয়াখালী জেলা কারাগার থেকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছিলো হাজতি মহিউদ্দিন পন্ডিতকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। হাজতি মহিউদ্দিন পন্ডিত পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি গ্রামের মোজাফফর পন্ডিতের ছেলে। ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে মহিউদ্দিন পন্ডিতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত হাজতির পারিবারিক সূত্রে জানা গেছে, গত সাতদিন আগে একটি প্রতারণা মামলায় মহিউদ্দিন পন্ডিত গ্রেপ্তার হন। বৃহস্পতিবার শেষকার্যদিবেস তার জামিনও হয়। কিন্তু জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।