হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহা-পরিদর্শক শাহাবুদ্দিন আহম্মেদ খান বলেছেন, আসন্ন ঈদে মহাসড়কে চলাচল করতে দেয়া হবে না ফিটনেসবিহীন যানবাহন। এসব যানবাহন মহাসড়কে পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের সিরাজগঞ্জে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পশুবাহী যানবাহনসহ মহাসড়কে চলাচলকারী যে কোনো যানবাহনে চাঁদাবাজি প্রশ্রয় দেয়া হবে না। এরআগে আসন্ন ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈঠক করা হয়েছে।
সেইসাথে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে এবং যানজট নিরসনে মহাসড়কের ঝুকিপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া ট্রাক ও বাসের ছাদে যাত্রীদের চলাচল না করতে পরামর্শ দেন। এ পরিদর্শনকালে হাইওয়ে পুলিশের উপ মহা-পরিদর্শক মোজাম্মেল হোসেন, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার), হাইওয়ে বগুড়া রিজিওনের পুলিশ সুপার আহসান হাবীব, পিবিআইয়ের পুলিশ সুপার রেজাউল করিম, হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির ও অনান্য পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।