সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভোগমান গ্রামের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু রনি রায়ের (৯) মৃত্যু হয়েছে। সে একই এলাকার মাঝদক্ষিনা গ্রামের সুনীল চন্দ্র রায়ের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে ওই শিশু ভোগলমান গ্রামে নানার বাড়িতে গিয়ে পুকুরে গোসল করতে নামে এবং সবার অজান্তে সে পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।