ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরপাড়া বাজারে হযরত আলী মার্কেটের ১০টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এর মধ্যে ৫ টি দোকান পুড়ে যায় । এতে প্রায় পৌনে এক কোটি ক্ষতি হয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার জালাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার ভোর রাতে ওই মার্কেটের মজিবর রহমানের মনোহারি দোকান থেকে বৈদ্যুাতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ আগুনের লেলিহান শিখা মূহূর্তেই মার্কেটে দোকানে ছড়িয়ে পড়ে।

এ অগ্নিকান্ডে ২টি মনোহারি দোকান, ফার্মেসির দোকান, সেলুন, কৃষি বীজ ও উপকরণের দোকান, খেলনা সামগ্রীর দোকানসহ ৫টি দোকান ভ’ষ্মিভ’ত হয়েছে এবং অপর দোকানগুলোর আংশিক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় পৌনে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেন সাংবাদিকদের জানান, এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,অগ্নিকান্ড,ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত