মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ গতকাল শনিবার সকালে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিসসহ ৬টি জটিল রোগে আক্রান্ত ৩০০ জন রোগীর মাঝে চেক বিতরণ করা হয়েছে।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন জেলা সমাজ সেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় এই চেক বিতরণ করা হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশাদুল ইসলাম, সহকারী পরিচালক জাহিদুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, জেলার চার উপজেলার জটিল এ ৬টি রোগে আক্রান্ত প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা হারে মোট ১ কোটি ৫০ লাখ টাকার চেক বিতরণ করা হচ্ছে।