ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঈদযাত্রায় যানজট নিরসনে খুলে দেয়া হলো নলকা ফ্লাইওভার 

ঈদযাত্রায় যানজট নিরসনে খুলে দেয়া হলো নলকা ফ্লাইওভার 

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা ফ্লাইওভার খুলে দেয়া হয়েছে। উত্তরবঙ্গের ঈদযাত্রায় ভয়াবহ যানজট নিরসনে এ ফ্লাইওভার খুলে দেয়া হয়।

শনিবার দুপুরের দিকে এ ফ্লাইওভার উদ্বোধন করেন বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মনজুর হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর হয়ের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এ জনগুরুত্বপূর্ণ মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১৯ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে এ যানবাহনের সংখ্যা প্রায় ৪০ হাজারের বেশি।

বিশেষ করে ঈদের আগে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানটের সৃষ্টি হয়। ঈদযাত্রায় এ ভোগান্তি থেকে রেহাই পেতে এই নলকা ফ্লাইওভার উদ্বোধন করা হয়।

এ উদ্বোধনের পরেই ফ্লাইওভার দিয়ে যানবাহন চলাচল শুরু করেছে। এ সময় স্থানীয় সরকারের উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী পুলিশ সুপার আদনান হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শের শাহ ফরিদ ও অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,নলকা,ফ্লাইওভার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত