সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী বেইলী ব্রিজের সন্নিকটে ট্রাক মটোরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটোর সাইকেল আরোহী সুমির (৩০) নিহত হয়েছে। সে ওই উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের মিলনের ছেলে। সদর থানার ওসি হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বিকেলে ওই যুবক মোটর সাইকেলযোগে শহরে যাওয়ার পথে উল্লেখিত স্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।