সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় গ্রেফতার ২
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১৯:২৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার ডাকবাংলো পাড়ার ভাড়াবাসায় আপত্তিকর অবস্থায় গৃহবধূসহ কৃষ্ণ কুমার সেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই উপজেলার গাড়দহ গ্রামের অধিবাসী এবং উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতীঁ মহল্লার ওই গৃহবধূ।
শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাদ দিয়ে আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত কৃষ্ণ তার স্ত্রীর চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে ওই ডাকবাংলো পাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করছিল দীর্ঘদিন ধরে।
তার স্ত্রী অফিসে যাওয়ার সুযোগে সে মাঝে মধ্যেই নারী নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হতো। এ অবৈধ কর্মকান্ড স্থানীয়রা নজরে রাখে এবং শনিবার সকালে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় আটক করে থানায় সোপর্দ করলে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।