ফেনীর ফুলগাজীতে চারা বিতরণকে কেন্দ্র করে এক কৃষি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। শনিবার (২৪ জুন) সকালে ফুলগাজী উপজেলা সদরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষি কর্মকর্তার নাম শরিফুল ইসলাম। তিনি উপজেলা সদর ইউনিয়নের ব্লক সুপার ভাইজার।
প্রত্যক্ষদর্শী ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে ফুলগাজী উপজেলার সবকটি ইউনিয়নে তালগাছ বিতরণ ও রোপণের জন্য নগদ টাকা দেওয়ার শুরুতে ওই চেয়ারম্যান অতিরিক্ত বরাদ্দ ও সব চারা তাকে দিতে বলেন। এতে কৃষি কর্মকর্তা চেয়ারম্যানেরে প্রস্তাবে রাজি না হওয়ায় বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে কৃষি কর্মকর্তাকে কিলঘুষি মারতে থাকেন চেয়ারম্যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঞা বলেন, ঘটনা আমি সকালে শুনেছি। এর সত্যতা আছে।
উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছি। পরে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসানও হয়েছে বলে জেনেছি।
অভিযুক্ত চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সামান্য ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে তৃতীয় কোন পক্ষ ঘটনাকে বড় করে অপপ্রচার করছে।