চোরের সহযোগী সেজে গরুসহ দুই চোর ধরলো পুলিশ
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১৭:৫০ | অনলাইন সংস্করণ
নেত্রকোণা প্রতিনিধি
চোরাই গরুর ক্রেতা-বিক্রেতা ও পরিবহনকারী গাড়ির চালক সেজে হাতেনাতে দুই গরুচোরকে গ্রেফতার করেছে পুলিশ।
নেত্রকোণার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রাম এলাকায় শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল (৩৪) ও নইজ উদ্দিনের ছেলে আলি মিয়া (২৫)। তাদেরকে রোববার দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঈদ-উল-আযহা উপলক্ষে এলাকায় গরুচোরদের আনাগুণা বেড়েছে বলে শোনা যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে পুলিশ। থানার সর্বত্র টহল বাড়ানো হয়েছে।
এই অবস্থায় শনিবার রাতে অজ্ঞাত চোরদল কর্তৃক গুহিয়ালা এলাকা থেকে ছয়টি গরু চুরি ও পিকআপে করে পালানোর একটি পরিকল্পনার খবর পায় পুলিশ। এই খবরের ভিত্তিতে এস আই আবু ছায়েম মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশ ছদ্মবেশে একটি পিকআপ নিয়ে গুহিয়ালা গ্রামের সড়কে অবস্থান নেয়।
ছদ্মবেশী পুলিশের অন্য একটি দল চুরি করে আনা গরুর ক্রেতা সেজে আশপাশে ঘোরাফেরা করতে থাকে। একপর্যায়ে চোরের দল একটি গাভী গরু নিয়ে আসে এবং ছদ্মবেশী ক্রেতা পুলিশের হাতে ধরা খায়। তারা গরুসহ চোরদের পিকআপের কাছে নিয়ে আসে।
ওসি খোকন কুমার সাহা বলেন, গরুর মালিক গুহিয়ালা গ্রামের মুদি দোকানদার মোখলেছ মিয়া তখন গভীর ঘোমে। সুযোগ বুঝে তার গোয়ালঘর থেকে একটি গাভী চুরি করে পালাচ্ছিল চোরের দল। অভিনব কায়দা অবলম্বন করে তাদের আটক ও চুরিকৃত গরু উদ্ধার করা হয়েছে।
এদিকে, খানায় এসে চোরদের দেখে বিস্মত গরুর মালিক। তিনি বলেন, এলাকার সবাই গ্রেফতার ব্যক্তিদের ভালো মানুষ হিসেবে চেনে। পুলিশে ধরা খাওয়ায় তাদের আসল রূপ প্রকাশ পেয়েছে।