গোপালগঞ্জে শোভাযাত্রা, বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষ রোপনের মধ্য দিয়ে আনসার ভিডিপি এবং ২৩ আনসার ব্যাটালিয়ন বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে।
শোভাযাত্রা শেষে ২৩ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক ও অধিনায়ক (চলতি দায়িত্ব) শাওন আসাদ ২৩ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর শহরের বেদগ্রামে বৃক্ষরোপন করেন।
এ সময় ২৩ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারি পরিচালক সৈয়দ ফজলুর রহমান, কোম্পানি কমান্ডার মোঃ মিজানুর রহমান তুহিন, কোম্পানি কমান্ডার মাসুদ হাসান সহ ২৩ আনসার ব্যাটালিয়নের পদস্থ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃক্ষরোপণ অভিযান সফল করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের বের করে।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনসার-ভিডিপি প্রশিক্ষণ মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।পরে সেখানে গোপালগঞ্জ আনসার ভিডিপি বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপন করে বৃক্ষ রোপন অভিযানের শুভ উদ্বোধন করেন। পরে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে তিনি বৃক্ষের চারা বিতরণ করেন।
এ সময় সার্কেল এ্যডজুট্যান্ট অজিত কুমার ঘোষ, জেলার ৫ উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা, আনসার ভিডিপি সদস্য ও ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিন জেলার ৫ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র সহ ৪ টি ক্লাব সমিতিতে প্রায় ২০০ ফলজ বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।
জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।আমাদের বাহিনীর মহাপরিচালক মানবকল্যাণে নিবেদিত প্রাণ, একজন দেশপ্রেমী ও দক্ষ সংগঠক। জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে গাছের চারা রোপণ সহ বিভিন্ন জনহিতকর কাজে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলার সকল সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সর্বস্তরের জনগণের কল্যাণ সাধারণ করাই আমাদের একমাত্র ব্রত।