ঈশ্বরগঞ্জে অর্ধ লক্ষ টাকার নিষিদ্ধ দুয়ারী জাল জব্দ
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ২১:১০ | অনলাইন সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদ থেকে নিষিদ্ধ দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা অধিদপ্তর।
রবিবার (২৫ জুন) দুপুরে অভিযান পরিচালনা করা হয়। উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া ও বিজয়পুর এলাকার কাঁচামাটিয়া নদ এলাকায় দুয়ারী জাল দিয়ে মাছ ধরে আসছিল এক শ্রেণির অমৎস্যজীবী ব্যক্তি।
জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের সেচ্ছাসেবকের দেয়া তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সেচ্ছাসেবকদের সাথে নিয়ে তাত্ক্ষণিক অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ৩১৫ মিটার নিষিদ্ধ দুয়ারী জাল আটক করে তা জব্দ করা হয় এবং পরবর্তীতে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে তা পুড়িয়ে ফেলা হবে। এতে প্রায় অর্ধ লক্ষ টাকার জাল ও অন্যান্য সামগ্রী রয়েছে।
তিনি আরও বলেন, জীববৈচিত্র্য রক্ষায় ও জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে প্রয়োজনে এসব নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।