সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে উদ্বুদ্ধ করতে লিলাহ বোর্ডিং ও এতিমখানায় বিনাম‚ল্যে ৭৫০ কেজি লবন ও লিফলেট বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৫টি লিল্লাহ বোডিং ও এতিমখানায় ১৫ বস্তা (৫০ কেজি) এ লবণ বিতরণ করা হয়। এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
তিনি বলেন, কোরবানীর চামড়া অত্যন্ত ম‚লবান সম্পদ। এ চামড়া দিয়ে আমরা নানা পণ্য উৎপাদন করে দেশ-বিদেশে রপ্তানী করি। এ বছর সরকারী নির্দেশনা অনুযায়ী চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে কোরবানীর পর কিছুদিন চামড়া সংরক্ষণ করা যাবে।
এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মাদ ফারুক আহমেদ ও অনান্য কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।