রংপুরে তথ্য অধিকার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ২৫ জুন ২০২৩, ২১:৩৪ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর আনসার-ভিডিপি’র ১ম ও ২য় শ্রেণীর কর্মকর্তাদের ‘‘তথ্য অধিকার’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জুন) রংপুর রেঞ্জের অধীনে অনুষ্ঠিত ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ ।প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় ৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান।

সেই সাথে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও সরকারি কর্মকর্তাদের প্রতি বঙ্গবন্ধুর নির্দেশনা সম্পর্কে আলোকপাত করেন।

প্রশিক্ষণ কর্মশালায় তথ্য অধিকার আইন, তথ্য অধিকার সম্পর্কিত বিধি-বিধান, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আলোকে তথ্য অধিকার আইন বাস্তবায়ন সম্পর্কে ধারণা প্রদান, তথ্য অধিকার আইন ও বিধির প্রয়োগ, ত্রৈমাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুতকরণ ও উপস্থাপনাকরণসহ প্রশিক্ষণের নানা দিক তুলে ধরে আলোচনা করা হয়। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-১ আনসার ব্যাটালিয়নের পরিচালক ড. লুৎফর রহমান, রংপুর রেঞ্জের সার্কেল অ্যাডজুট্যান্ট মাহবুব উজ জামান।