হালুয়াঘাটে জমে উঠেছে ঈদের কেনাকাটা

প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১৩:৫২ | অনলাইন সংস্করণ

  হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে পুরো দমে জমে উঠেছে ঈদের বাজার। হালুয়াঘাট পৌর শহরসহ বিভিন্ন মার্কেটগুলোতে এখন ক্রেতাদের উচড়েপড়া ভিড়। ঈদের দিন যতোই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততোই বাড়ছে। পরিবারের সবাইকে নতুন সাজে সাজাতে কাপড়ের দোকান থেকে শুরু করে জুতাসহ কসমেটিকের দোকানে এখন কেনাকাটায় ব্যস্ত সবাই। 

সরেজমিনে পৌর শহর ও উপজেলার বিভিন্ন মার্কেট এবং ছোট বড় দোকান ঘুরে দেখা যায় কেনাকাটায় ব্যস্ত সবাই, বেড়েছে বিক্রি। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ঈদের কেনাকাটা করছে।

মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গতবারের তুলনায় এবারে জিনিসপত্রের দাম কিছুটা বেশি। এদিকে বেশ কজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, জিনিসের দামের সাথে আয়ের সামঞ্জস্য না থাকায় তারা কিনতে পারছে না ঈদের পছন্দ মত নতুন জামা কাপড়সহ প্রয়োজনীয় জিনিস। 

সিমান্তিকা মার্কেটের কাপড় ব্যবসায়ী সজিব খান বলেন, ঈদের আগে বিশেষ করে চাঁদ রাতে বিক্রি আরও বাড়বে।