ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কৃষিকে যান্ত্রিকীকরণের লক্ষ্যে মাগুরায় সমলয় চাষাবাদে প্রণোদনা

কৃষিকে যান্ত্রিকীকরণের লক্ষ্যে মাগুরায় সমলয় চাষাবাদে প্রণোদনা

মাগুরার শ্রীপুরে সোমবার দুপুরে চলতি খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা খাদ্য অফিসার ইশরাত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন প্রমুখ। এ সময় উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা জানান, কৃষিকে যান্ত্রিকীকরণের জন্য উপজেলার বরালিদহ মাঠের ৯৩ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে একটি সমলয় চাষাবাদ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এখানে ট্রেতে বীজতলা করা হবে, মেশিনের সাহায্যে ধান লাগানো হবে এবং মেশিন দিয়েই ধান মাড়াই করা হবে। সবকিছুই হবে যান্ত্রিক।

এখানে ৯৩ জন কৃষকের মাঝে বিনামূল্যে মোট ৫০০ কেজি ধানের বীজ, ৩.৫ মে. টন ইউরিয়া, ১.৫ মে.টন ডিএপি, ১.৭৫ মে.টন এমওপি এবং ৪ হাজার ৫০০টি ট্রে প্রদান করা হবে।

মাগুরা,চাষাবাদ,বাস্তবায়ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত