কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘরে একুশে পদক ও অর্থ প্রদান

প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১৭:৫০ | অনলাইন সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

একুশে পদকপ্রাপ্ত অ্যাডভোকেট আব্রাহাম লিংকন পদক ও পদকের সঙ্গে ৪ লাখ টাকা এবং ব্যক্তিগত এক লাখ টাকাসহ পাঁচ লাখ টাকা নিজের প্রতিষ্ঠিত উত্তরবঙ্গ জাদুঘরে দান করেছেন।

সোমবার দুপুরে কুড়িগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও উত্তরবঙ্গ জাদুঘরের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সাইদুল আরীফ এর কাছে এই অর্থ ও পদক হস্তান্তর করেন তিনি।

এ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জাদুঘরের কো ফাউন্ডার ও ট্রাস্টের সেক্রেটারি অধ্যাপক নাজমুন নাহার সুইটি, সনাক সভাপতি এ্যাড আহসান হাবীব নীলু, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু, আওয়ামী লীগ নেতা মতি শিউলী, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আফতাব হোসেন প্রমুখ। 

আব্রাহাম লিংকন কুড়িগ্রাম শহরের নাজিরা এলাকায় নিজ বাড়িতে উত্তরবঙ্গ জাদুঘর গড়ে তুলে কয়েক হাজার মূল্যবান স্মারক সংগ্রহ করে প্রদর্শন করছেন। উত্তরবঙ্গ জাদুঘরের নতুন ভবনের জন্য নিজস্ব জমি  ট্রাস্টের নামে দান করেন। যেখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অর্থায়নে বহুতল ভবন নির্মাণ চলমান রয়েছে। 
তিনি ২০২২ তাঁর নানামুখী কাজের অবদানের স্বীকৃতিস্বরুপ একুশ পদকে ভূষিত হন। এছাড়া তিনি রাকসুর এজিএস, ফেলানী হত্যা মামলার সহযোগী আইনজীবী ছিলেন। তিনি কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, ছিটমহল আন্দোলনের অন্যতম সংগঠক। তিনি কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির একাধিকবার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।