ইউজিসি’র সঙ্গে বেরোবির বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত  

প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১৭:৫৯ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) রংপুরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।

শনিবার সন্ধ্যায়  রাজধানীর আগারগাঁও এর ইউজিসি ভবনে এপিএ স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন ও প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বেগম রোকেয়া

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।