ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাউফলে এক সাংবাদিকের বসতঘরে হামলা, ভাংচুর আহত ২

বাউফলে এক সাংবাদিকের বসতঘরে হামলা, ভাংচুর আহত ২

পটুয়াখালী বাউফলের কালাইয়া ইউনিয়নের ডকইয়ার্ড এলাকায় স্থানী সাংবাদিক তৌহিদ হোসেন উজ্জলের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এসময় সাংবাদিক উজ্জলের স্ত্রী শিল্পীর বেগম(৩০) ও তার মেয়ে উম্মে হাবিবাকে (১৩) মারধর করা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

সাংবাদিক উজ্জল জানান, ঘটনার সময় তিনি কালাইয়া বন্দরের লঞ্চ ঘাট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। স্ত্রী শিল্পীর ফোন পেয়ে তিনি বাড়ি চলে যান। তার সামনেই প্রতিবেশী বশার খান, তার ছেলে মেহেদীর নেতৃত্বে ৪-৫ জন ধারালো অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বসত ঘরে হামলা চালিয়ে ঘরের বেড়া,

জানলা ও বাথ রুমের সেপ্টিট্যাংক ভাংচুর করে। জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।বশার খান অভিযোগ অস্বীকার করে বলেন,‘ এ ঘটনার সাথে তিনি বা তার পরিবারের কোন সদস্য জড়িত নয়।’

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিচুল হক বলেন,‘ ঘটনা শুনেছি। ভিকটিমকে অভিযোগ দেয়ার কথা বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পটুয়াখালী,সাংবাদিক,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত