ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বারহাট্টায় প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

বারহাট্টায় প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

নেত্রকোণার বারহাট্টায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বারহাট্টা-আটপাড়া সড়কের বৃ-কালিকা এলাকা থেকে মঙ্গলবার (২৭ জুন) রাত তিনটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার ছোট-কাইলাটি গ্রামের দুলু মিয়ার ছেলে ফারুক হোসেন (৩০), গোলাম মোস্তফার ছেলে আশরাফুল জামান রাব্বি (২৩), আব্দুল হেকিমের ছেলে মোঃ ফুল মিয়া (৪০), জাহির উল্লাহর ছেলে মোঃ সুমন মিয়া (৩৮), আমজাদ আলীর ছেলে আহাম্মদ আলী (৩৪) ও কুরপাড় মহল্লার মোঃ লিটন মিয়ার ছেলে নাজমুল হোসেন ইমন (১৮)।

উদ্ধারকৃত অস্ত্রসমূহের মধ্যে রয়েছে একটি খেলনা পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র, কসটেপ, নাইলনের দড়ি, নেট, ৬টি মোবাইলফোন সেট ও ডাকাতিকাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিক্সা।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে থানা এলাকার সর্বত্র পুলিশি টহল বাড়ানো হয়েছে। এই অবস্থায় গতকাল রাতে গোপনসূত্রে খবর আসে যে, বারহাট্টা-আটপাড়া সড়কের বৃ-কালিকা সেতুর উপর কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্ততি গ্রহণ করছে।

খবরের ভিত্তিতে থানার এসআই হারুন অর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং তাদের দেহ তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহারের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নেত্রকোণা,ডাকাত,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত