ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সোয়া ৩ কোটি টাকা

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সোয়া ৩ কোটি টাকা

ঈদ উপলক্ষে উত্তরবঙ্গের মানুষ কর্মস্থল থেকে ঘরে ফিরছে। এজন্য বঙ্গবন্ধু সেতুতে গাড়ির চাপ বেড়েছে। গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পার হয়েছে ৪২ হাজারেও বেশি যানবাহন।

এতে টোল আদায় হয়েছে সোয়া ৩ কোটি টাকারও বেশি। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসাল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত সেতুতে চলাচল করেছে ৪২ হাজার ৫৬০টি যানবাহন। এরমধ্যে উত্তরবঙ্গগামী লেনে ২৪ হাজার ৮১৭ এবং ঢাকামুখী লেনে চলেছে ১৭ হাজার ৭৪৩টি যানবাহন।

মোটরসাইকেল পারাপার হয়েছে ৬ হাজার ৮৪১টি। এতে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। প‚র্ব টোলপ্লাজায় ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা এবং পশ্চিম টোলপ্লাজায় ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।

ঈদ,মানুষ,কর্মস্থল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত