ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঈদ আনন্দের ভাগ্য হলো না মিন্টু সরকারের 

ঈদ আনন্দের ভাগ্য হলো না মিন্টু সরকারের 

আশা ছিল পরিবারের সাথে ঈদ আনন্দ করবে গ্রামের বাড়িতে। কিন্তু ভাগ্যর নির্মম পরিহাসে এ আশা পূরণ হলো না মাসুদুর রহমান মিন্টু সরকারের (৩৯)। সে সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাতী গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে।

নিহতের বড় ভাই আব্দুস সালাম টুপা সরকার জানান, মিন্টু সরকার দীর্ঘদিন ধরে ঢাকার জিগাতলা এলাকায় (ড্রেসা) বিদ্যুত বিভাগের মিটার রিডারের চাকুরি করতো।

সোমবার সন্ধ্যা রাতে ওই এলাকায় একটা ফ্লাটে দায়িত্ব পালন করতে যায়। এ সময় ওই ফ্লাটের বিদ্যুত মিটার হ্যান্ডেলে হাত আটকে যায় এবং বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই সে মারা যায়।

ঢাকা থেকে তার লাশ গ্রামের বাড়ি রাত ১০ টায় পৌছাবে এবং স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন্য করা হবে। এদিকে ঈদ পালনে স্ত্রীসহ ২ ছেলে ও ১ মেয়েকে পরশুদিন গ্রামের বাড়িতে পাঠায় এবং মিন্টু আজ ঈদ আনন্দে কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে আসবে।

আশা ছিল পরিবারসহ স্বজনদের সাথে ঈদ করবে একসাথে। তার এ অকাল মৃত্যুতে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে এবং এ মর্মান্তিক ঘটনায় ঈদ আনন্দ থেকে বঞ্চিত হলো পরিবার।

সিরাজগঞ্জ,বিদ্যুৎ,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত