সেমাইর নাস্তা খেয়ে অসুস্থ ১২ জন

প্রকাশ : ৩০ জুন ২০২৩, ২১:৫১ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ঈদের নাস্তা সেমাই খেয়ে শিশুসহ একই পরিবারের ৮ জনসহ ১২ জন গুরুত্বর ভাবে আহত হওয়ায়  চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

এদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় বিকেলে এদের মধ্য থেকে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদী এলাকার শাহজাহান মাতব্বর বাড়ির একই পরিবারের ৮জনসহ ১২জন অসুস্থ হয়ে পড়ে ।

বৃহস্পতিবার (২৯ জুন)দুপুরে অসুস্থ ১২জনকে  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
 
চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুশান্ত সাহা বলেন, অসুস্থ তিনজনের অবস্থা বেশী অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে ভর্তি হওয়া গুরুত্বর অসুস্থরা হচ্ছে, শিশু আবরাহাম (৩), নুর নবী (৩) ও আনন্দ (১৩), আখি বেগম (৩০), নুর জাহান (৩২),  জাহানারা বেগম (৩০)। তারা সবাই চাঁদপুর শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদী শাহজাহান মাতব্বর বাড়ির অধিবাসী ।

হাসপাতালে আসা অসুস্থদের স্বজনরা জানান, দুপুরে একই পরিবারের ৮জনসহ পার্শ্ববর্তী বাসার ৪জন একত্রে সবাই ঈদের নাস্তা সেমাই খেয়ে একে একে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত সবাইকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।