হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুকুরপাড় নামক স্থানে সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছে। তারা হলেন- গাইবান্ধা সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), একই এলাকার সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্যারাবাড়িয়া গ্রামের সোরহাবের ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুলের ছেলে আয়ান (৪)। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ঈদের দিন (বৃহস্পতিবার) সকালে হাটিকুমরুল থেকে বনপাড়াগামী গরুবোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা আম বোঝাই একটি ট্রকের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে গরু বোঝাই পিকআপ ভ্যানে থাকা শিশুসহ ওই ৪ যাত্রীসহ ৩টি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং ২ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।