টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ঘাটাইল উপজেলার ব্রাক্ষ্মণশাসন নামক স্থানে রোববার (২ জুলাই) দুপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল ইসলাম রাফি (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
তিনি ঘাটাইল উপজেলার দিগড় গ্রামের সাবেক সেনা সদস্য বাবুল হোসেনের ছেলে ও ঢাকাস্থ মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কলেজছাত্র রাফি হামিদপুর থেকে মোটরসাইকেলযোগে ঘাটাইলের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ব্রাক্ষ্মণশাসন নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজছাত্র রাফি মারা যান। এ সময় প্রাইভেটকারটি রেখে চালক পালিয়ে যায়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।