ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফুটবল খেলা নিয়ে মারামারি, কৃষকের মৃত্যু

ফুটবল খেলা নিয়ে মারামারি, কৃষকের মৃত্যু

নেত্রকোনার মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মারামারি ঘটনায় দিলীপ খান (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (৩ জুলাই) দুপুরের দিকে ওই উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কৃষক একই গ্রামের খোরশেদ খানের ছেলে। এই ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মৃতের প্রতিবেশী রহিম মিয়ার ছেলে সোহাগ মিয়া (৪০), সিরাজুল ইসলাম (৬০) ও বাবু মিয়া (২০)।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়সূত্র ও পুলিশ জানায়, গত দুই দিন আগে নায়েকপুর গ্রামের সামনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ওই গ্রামের সেনা সদস্য মুনসুর মিয়ার ছেলে মোস্তাকিম একই গ্রামের আলীম উদ্দিনের ছেলে হাসানকে মারধর করে। এই ঘটনায় গ্রামের কিছু লোক দুইটি পক্ষে বিভক্ত হয়ে পড়ে এবং তাদের মাঝে উত্তেজনার দেখা দেয়। সোমবার (৩জুলাই) সকালের দিকে এক সালিশ বৈঠকে এলাকার মাতব্বরগণ বিষয়টির মীমাংসা করেন।

এদিকে, সালিশ শেষে নিজ নিজ বাড়ি ফেরার পথে ওই দুই পক্ষের মধ্যে তর্ববিতর্ক শুরু হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় দিলীপ খান নিহত হন।

এ ব্যাপারে ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনা,মারামারি,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত