নাটোরে সড়কে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রম শুরু
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১৫:২৪ | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি
নাটোর শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর থেকে উত্তরা গণভবন পর্যন্ত সড়ক দ্বীপে ১০ হাজার সৌন্দর্যবর্ধন বৃক্ষ রোপণ কর্মসূচি মাধ্যমে ‘গ্রীণ নাটোর’ এর কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৩ জুলাই) দুপুরে শহরের স্বাধীনতা চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
নাটোর জেলা প্রশাসনের উদ্যোগ নাটোর পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগের এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন, সোনার বাংলাদেশ গড়ার। আওয়ামী লীগ ২০০৮ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর ২০২১ রূপকল্পের ঘোষণা দিয়েছিল। এ ঘোষণা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্ত আর ঐকান্তিক প্রচেষ্টা আজ তা দৃশ্যমান। প্রায় দুইশ’ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী নাটোর শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: কামরুল হাসান সরকার।