ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জীবনের নিরাপত্তার দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন

জীবনের নিরাপত্তার দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন

অপহরণকরে জোরপূর্বক জিম্মি করে বিয়েতে বাধ্য করা এবং দেনমোহর নির্ধারণের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টার প্রতিবাদে মেয়ে পক্ষের হুমকিতে জীবনের নিরাপত্তার দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

সোমবার বিকেলে রংপুর প্রেস ক্লাবে কাউনিয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে এ সহকারী সার্জন ডাক্তার আবু তারিক মো: আহসান সংবাদ সম্মলনের আয়োজন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১ জুলাই আমার ফুফাতো ভাই আশরাফুল ইসলামের প্রত্যক্ষ সহযোগিতা মেয়ে পক্ষের যোগ সাজোষে মেয়ের মায়ের সাথে দেখা করার নাম করে আনুমানিক দুপুর ২:০০ টায় ডেকে নিযে ৬ ঘন্টা আটক রেখে হুমকি, ভয়ভীতি, এবং শক্তি প্রয়োগের মাধ্যমে আমাকে ২৫ লক্ষ টাকা মোহরানা ধার্য্য করে একজন অপরিচিত মেয়ে মোছা: রুকাইয়া শহীদ স্পর্শ; পিতা মো: শাহিদুল ইসলাম পিন্টু; মাতা- সাবিনা ইয়াসমিন বিন্দু; গ্রাম: সোনাকান্দর, থানা: পীরগঞ্জ, জেলা: রংপুর এর সাথে বিবাহের কাবিনে সহী-সাক্ষর করতে বাধ্য করা হয় । অন্যথায় প্রাণ নিয়ে ফিরতে পারবো বলে হুমকি দেওয়া হয়।

তিনি বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার এলাকার কিছু মানুষ সার্বক্ষণিক আমাকে এই বিবাহের জন্য প্রসঙ্গ হাজির করে। আমি তাদেরকে সরাসরি বলে দেই যে, আমি বিয়ে এখনও করার সিদ্ধান্ত গ্রহণ করিনি। পরবর্তীতে অন্য একাধিক গ্রুপ আমাকে এই বিবাহের জন্যে চাপাচাপি করতে থাকে। একপর্যায়ে মেয়ের মা নিজেই আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তখনও আমি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করি। সবশেষে আমার ফুফাতো ভাই আমাকে বলে যে বিষয়ে করতে হবে না তুই শুধু একবার মেয়ের মায়ের সাথে দেখা কর। এরই ধারাবাহিকতায়, গত এক ১ জুলাই আমি আমার কর্মক্ষেত্রে যাবার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করছিলাম তখন আশরাফুল বলে যে, আমি রংপুরে আছি তুই অফিস যাবার সময় দেখা করে যাস।

আমি উল্লেখ করতে চাই যে আমার বাবা-মা দুজনই পরলোকগত হয় আমার বোন ও ছোট ভাইয়ের সাথে পারিবারিক বিভিন্ন কারণে দূরত্বের সৃষ্টি হয়। এবং এই দূরত্বের কারণে কুচক্রী মহল আমাকে বিভিন্নভাবে ফাঁদে ফেলার চেষ্টা করে শুধুমাত্র আমার আশপাশে আমার পারিবারিক বন্ধন না থাকার কারণে। আমি প্রাথমিকভাবে এই বিষয় গুলো না বোঝার কারণে তাদের তৈরি ফাঁদে পা দিই এবং তারা জোরপূর্বক আমাকে বিবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জডিয়ে আমার বর্তমান ও ভবিষ্যৎ ধ্বংসের ছক তৈরি করে। তিনি বলেন আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। আমি অনাগত আশঙ্কায় দিনাতিপাত করছিলাম। চারিদিকে এক ভীতিকর পরিবেশ তৈরি হয়। আজ কর্মক্ষেত্রে ফেরার সময় আবারও আমি চিন্তিত, ভীত, ও শঙ্কিত। আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান সমুহের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা আমার পূর্ণ নিরাপত্তা বিধান করেন। কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের হঠকারী সিদ্ধান্তে যেন আমার স্বাভাবিক জীবন চলাচল বিঘ্নিত না হয়। আমার সাথে ঘটে যাওয়া এই অন্যায় আমি আপনাদের মাধ্যমে দেশের সাধারণ মানুষদের জানালাম এবং আশা করি আমার নিরাপত্তার স্বার্থে আপনাদের সহযোগিতা আমার সাথে চলমান থাকবে।

অপহরণ,দেনমোহর,প্রতিবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত