ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রিনা বেগমকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা। সে সিরাজগঞ্জ সদর উপজেলার পুরান শৈলাবাড়ী গ্রামের ইনসাফ আলীর স্ত্রী। র‌্যাব -১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৭৪০ পিচ ইয়াবাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৪ হাজার ৪’শ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ইয়াবা,ব্যবসায়ী,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত