সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রিনা বেগমকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। সে সিরাজগঞ্জ সদর উপজেলার পুরান শৈলাবাড়ী গ্রামের ইনসাফ আলীর স্ত্রী। র্যাব -১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৭৪০ পিচ ইয়াবাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৪ হাজার ৪’শ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।