রংপুরে ডেঙ্গুতে সুইপারের মৃত্যু

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ২২:২২ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে ডেঙ্গুু জ্বরে আক্রান্ত হয়ে বুলেট (৩৮) নামের এক সুইপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, বুলেট সোমবার (৩ জুলাই) সকালে জ্বর নিয়ে ঢাকা থেকে রংপুরে তার নিজ বাড়িতে আসেন। ঐদিন দুপুরে তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।

তিনি আরো জানান, হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। একজনের বাড়ি রংপুর নগরীর দর্শনা এলাকায়, বাকিরা রংপুর বিভাগের বিভিন্ন জেলার। তারা সবাই ঈদের ছুটিতে বাড়িতে আসার পর ডেঙ্গু রোগে আক্রান্ত হন বলে জানান তিনি।

রমেক হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (৩ জুলাই) জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন বুলেট। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে মারা যান তিনি। বুলেট রংপুর সদর হাসপাতাল এলাকার সুইপার কলোনির মানী লালের ছেলে।

রমেক উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. মাহফুজার রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালের মেডিসিন বিভাগের দুটি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে গতকাল সোমবার রাত পর্যন্ত ৯ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে একজন রোগী আজ বেলা ১১টায় মারা যান। আরেকজন সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে সেখানে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।