ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মেঘনার পাড় থেকে ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড 

মেঘনার পাড় থেকে ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড 

চাঁদপুর নৌ-সীমানায় জেলার মতলব উপজেলার দশআনি লঞ্চঘাটে অভিযানকালে কোস্টগার্ড কর্তৃক মেঘনার পাড় থেকে ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়েছে। যার অনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে ধারণা করছে কোস্টগার্ড কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করি। এ অভিযাকালে নদী পাড়ের একটি গোডাউনে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করতে সক্ষম হই। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান খান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা চোরাই ডিজেল মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড,জব্দ,ডিজেল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত